জেলার নকলার গড়েরগাঁও মোড়ে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হারেজ আলী ও শামছুল হক নামে দুই ভাই নিহত হয়েছে। এ সময় চালক আহত হয়েছে। নিহত হারেজ আলী ও শামছুল হক ময়মনসিংহ জেলার তারাকান্দার পিপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান আজ জানায়, জেলার নালিতাবাড়িতে গরু বিক্রি করে গত মধ্যরাতে ভটভটিতে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা হয় দুই ভাই। পথে নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী ও শামছুল হক গুরুতর আহত হয়।
পরে আহতদের নকলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। আর ভটভটি চালক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান