করোনা পরিস্থিতিতে আসন্ন ইদুল আজহা সামনে রেখে ভিড় এড়িয়ে কোরবানীর পশুর বেচা-কেনা নিশ্চিত করতে শেরপুরে যাত্রা শুরু করেছে অনলাইন কোরবানীর পশুর হাট।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জেলা প্রাণি সম্পদ দপ্তর ‘অনলাইন কোরবানীর পশুর হাট, শেরপুর জেলা’ নামে ডিজিটাল প্ল্যাটফর্মের এ পশুর হাট চালু করেছে। ‘জুম কনফারেন্সিং’ এর মাধ্যমে এ অনলাইন কোরবানীর পশুর হাট উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে অযথা ভিড় এড়িয়ে হয়রানি ছাড়া ন্যায্যমূল্যে সুস্থ কোরবানীর পশুর বেচা-কেনা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এজন্য ‘অনলাইন কোরবানীর পশুর হাট, শেরপুর জেলা’ চালু করা হয়েছে। এতে খামারিরা খুব সহজে এ ডিজিটাল হাটের ফেসবুক পেইজে নিজের পালিত পশুর ছবি এবং তথ্য আপলোড করে ঘরে বসেই পৌঁছতে পারবেন ক্রেতার কাছে। একইভাবে ক্রেতারাও নিজের পছন্দের পশুটি সহজেই খুঁজে পাবেন।
শেরপুর অনলাইন কোরবানীর পশুর হাটের জন্য ভিজিট করতে পারেন এ লিংকে https://www.facebook.com/onlinekorbanirposhurhatsherp উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দত্ত আজ বলেন কোরবানীর জন্য ক্রেতারা পশু কিনতে আমাদের অনলাইন লিংকে জয়েন করে পছন্দমাফিক কোরবানীর পশু নিতে পারবেন। কেনা পশু তাৎক্ষণিক ক্রেতাদের বাড়িতে পৌছানোর ব্যবস্থাও আছে। জেলায় প্রায় ৪৪ হাজার কোরবানীর পশু খামারীদের কাছে রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান