বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শেরপুর সদর উপজেলা শাখার নয়া সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন ধলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাত হোসেন আরজু ও কুঠুরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুজ্জামান শামীম। এক বছর মেয়াদি ৫১ সদস্যের এ কমিটির নির্বাহী সভাপতি চর পক্ষীমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জুলফিকুর রহমান,নির্বাহী সাধারণ সম্পাদক লোকাইরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আলম মুকুল ও সাংগঠনিক সম্পাদক ধলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আলম সোহাগ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শেরপুর সদর উপজেলা শাখার কমিটি পুনঃগঠনে এক শিক্ষক সামবেশ অনুষ্ঠিত হয়। লছমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি নুরুন্নাহার খানম। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
রীতেশ কর্মকার, শেরপুর