নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবো বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের বিএনপি মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার।
রোববার (২৪ জুন) সকালে টঙ্গীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, পুলিশের গাড়িতে চড়ে নির্বাচনের প্রচারণায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এমনকি নতুন কৌশলে তাদের গ্রেপ্তার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ভয়-ভীতিও দেখানো হচ্ছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।
তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়েছি, আছি এবং থাকবো। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।
আজকের বাজার/ এমএইচ