জোকোভিচ, ফেদেরারের পর টেনিস বিশ্বের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় নাম রাফায়েল নাদালও শেষ আটে উঠেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নিক কিরগিয়সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নাদাল।
একটি সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে খেলা বেশ জমিয়ে তোলেন এই স্প্যানিশ তারকা। শেষ আটে প্রতিযোগিতার ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল লড়বেন পঞ্চম বাছাই ডমিনিক থিমের সঙ্গে।
মেলবোর্নে সোমবার (২৭ জানুয়ারি) নাদাল শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কিরগিয়সকে হারিয়ে। ৩ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৩৩ বছর বয়সি নাদাল জিতেছেন ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে।
পুরো বিশ্ব ভাসছে শোকের সাগরে। বিশেষ করে ক্রীড়াঙ্গন। আগের দিন এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান মার্কিন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট।
কিরগিয়স এ দিন কোর্টে এসেছিলেন অশ্রুসিক্ত চোখে, লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে খেলা ব্রায়ান্টের আট নম্বর জার্সি পরে। এরপর নেমেছিলেন নাদালের সঙ্গে মাঠের লড়াইয়ে।
আজকের বাজার/আরিফ