বৃহস্পতিবার,৭ডিসেম্বর দেশের উভয় পুঁজিবাজারে প্রথমে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও কিছুক্ষণ পর শুরু হয় নিম্নমুখী প্রবণতা। যা বেলা সাড়ে ১১টায় পর্যন্ত অব্যাহত রয়েছে। সে সময় পর্যন্ত উভয় বাজারের সব সূচক কমেছে। সেই সংগে টাকার পরিমাণে লেনদেনও হচ্ছে ধীর গতিতে। তবে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান ৬২৬১ পয়েন্টে।
একঘণ্টায় ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দর। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৩৪ লাখ টাকার।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩৭৬ পয়েন্টে।
একঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছ ২২টির দর। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ টাকা।
আজকের বাজার:এসএস/৭ ডিসেম্বর ২০১৭