বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হলো আজ। আগামীকাল দু’টি সেমিফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের ষষ্ঠ দিনে আজ যশোরের শামস-উল হুদা এফএ এবং ঢাকার গেন্ডারিয়া এফএ জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
দিনের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে যশোরের শামস-উল হুদা এফএ। আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৫ গোল করে কুড়িগ্রাম এফএকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে শামস-উল-হুদা এফএ। আগের ম্যাচে যশোরের দলটি গোলশূন্য ড্র করেছিল মাগুরার আছাদুজ্জামান এফএর সঙ্গে। তিন গোল করে ম্যাচ সেরা হয়েছেন যশোরের অন্তু রবিন (জার্সি-১০) । অপর দু’টি গোল করেন জীবন ও রাব্বি।
ঢাকার দুই দল কেরানীগঞ্জ এফএ ও গেন্ডারিয়া এফএর মধ্যেকার উত্তেজনাপূর্ন দিনের দ্বিতীয় ম্যাচে গেন্ডারিয়া জয় পায় ৩-২ গোলে। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচসেরা গেন্ডারিয়ার হৃদয় দুই গোল করেন।
উল্লেখ্য, বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় এবং বিএফএসএফ’র আয়োজনে নতুন প্রতিভার অন্বেষণে স্লোগান নিয়ে ১২টি একাডেমি দল নিয়ে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।
আজকের বাজার/লুৎফর রহমান