অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যানচেষ্টারে হয়ে যাওয়া চতুর্থ টেস্টের দলটিই বহাল রেখেছে ইসিবি। সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জিততেই হবে ইংল্যান্ডকে।
প্রথম ও চতুর্থ টেস্ট জিতে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট হয় ড্র। তৃতীয় টেস্ট নাটকীয়ভাবে জয় পায় ইংল্যান্ড। তাই চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজে শেষ ম্যাচ জিতলে বা ড্র করলে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতবে অসিরা। তবে আগের ম্যাচ জিতে অ্যাশেজ নিজেদের করে রেখেছে অস্ট্রেলিয়া। কারণ নিজেদের মাটিতে গত অ্যাশেজে জিতেছিলো অসিরা।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, সাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস।
আজকের বাজার/লুৎফর রহমান