শেষ দিনেও কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়

আসন্ন ঈদকে কেন্দ্র করে আগাম টিকিট পেতে মরিয়া টিকিট প্রত্যাশীরা। শেষ দিনেও কমলাপুর স্টেশনে ভিড় ছিল চোখে পরার মতো।

বুধবার (৬ জুন) দেওয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হলেও আগের দিন বিকাল থেকেই স্টেশনে অপেক্ষা করে টিকিট প্রত্যাশীরা। এতো কষ্টের পরেও অনেকেই ফিরেন খালি হাতে।

যেকোন বিশৃঙ্খলা এড়াতে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্টেশন কর্তৃপক্ষ। পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে স্টেশনে।

আরজেড/