ভিসা, টিকেটসহ নানা জটিলতায় এখন পর্যন্ত সৌদি আরবে যেতে পারেননি ৩৯৭ জন হজযাত্রী।তবে জটিলতার সমাধান হলে আজ সোমবার সর্বশেষ হজ ফ্লাইটে এদের কেউ কেউ সৌদি আরব যেতে পারবেন।
সোমবার ২৮ আগস্ট সচিবালয়ে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, এ বছর ১ লাখ ২৭ হাজার ১০৩ জন হজে গিয়েছেন। যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের। সে হিসেবে ৩৯৭ জন যাত্রী ভিসা, টিকেট ও অন্যান্য সমস্যার কারণে যেতে পারছেন না।
মন্ত্রী জানান, বিমানের শেষ হজ ফ্লাইট রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে। সোমবার বিকাল ৫টা ও রাত সোয়া ৮টায় সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। তবে আটকে যাওয়া ৩৯৭ জনের মধ্যে কারও ক্ষেত্রে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তারা ওই দুটি ফ্লাইট ধরতে পারবেন।
আজকের বাজার: আরআর/ ২৮ আগস্ট ২০১৭