আজ মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ দিনের প্রচারণায় ব্যাস্ত সময় কাটাবেন প্রার্থীরা।
ঢাকার দুই সিটিতে ভোটের সময় বাকী ৫০ ঘণ্টারও কম। ৩২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার প্রচারণা। সকাল ১০টার আগে বড় দুই দলের কোনো প্রার্থীই প্রচারণায় নামছেন না। তবে কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ শুরু করছেন সকাল থেকেই।
গেলো কয়েক দিনের গণসংযোগে দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই গণসংযোগ করেছেন প্রার্থীরা। ইভিএম ও নির্বাচনের আনুষঙ্গিক মালামাল রাজধানীর আটটি ভেন্যু থেকে আজই বিতরণ করা হবে।
এছাড়া ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ মাঠে নামছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটাররা নিজ কেন্দ্রে গিয়ে ইভিএমে নিজের ভোট দেওয়া অনুশীলন করতে পারবেন।
আজকের বাজার/লুৎফর রহমান