আগামীতে সব নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে বলে আশা প্রকাশ করে আসছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় কাজ করছে সংস্থাটি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপ তথা পঞ্চম ধাপে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১৮ জুন ১৬ উপজেলায় ভোটগ্রহণ হবে।
ইভিএম ব্যবহার হবে যেসব উপজেলায়- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
শেষ ধাপে এ ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ করা হবে ১৮ জুন।
এর আগে চতুর্থ ধাপে ৩১মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি।
আজকের বাজার/এমএইচ