শেষ মুহুর্তে লড়াইয়ে ফিরে কনফারেন্স লিগের সেমিতে লিস্টার

শেষ মুহুর্তে ঘুরে দাঁড়িয়ে পিএসভি আইন্দোভেনকে গতকাল ২-১ গোলে হারিয়েছে লিস্টার সিটি। ফলে প্রথমবারের মতো ইউরোপীয় আসরের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেমিতে তাদের প্রতিপক্ষ হোসে মরিনহোর রোমা।

গত সপ্তাহে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি গোল শুন্য ড্র হওয়ার পর গতরাতে অনুষ্ঠিত ফিরতি লেগে প্রথমেই এগিয়ে যায় স্বাগতিক আইন্দোভেন। স্বাগতিক দলের হয়ে ২৭ মিনিটে গোলটি করেনে এরান জাহাভি।

হল্যান্ডের ফিলিপস স্তাদিওনে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। শেষ মুহুর্তে এসে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ম্যাচের ৭৭ মিনিটে হামেস ম্যাডিসনের সমতা সুচক গোলের পর ৮৮ মিনিটে লিস্টারের হয়ে জয়সুচক গোলটি করেন রিকার্ডো পেরেইরা।

এখন ফাইনালের টিকিট পেতে রোমার মোকাবেলা করতে হবে লিস্টারকে। আগামী ২৫ এপ্রিল টিরানাতে অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি। সিরি এ লিগের ওই ক্লাবটি প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিম্টকে ২-১ গোলে হারানোর পর গতকাল ফিরতি লেগে ৪-০ গোলে ধরাশায়ী করেছে।

খেলা শেষে লিস্টারের কোচ রজার্স বলেন,‘ ইউরোপীয় ফুটবলে আমাদের দলটি সবচেয়ে তরুণ। ইউরোপয় ফুটবলের পিএসভির দারুন এক ইতিহাস রয়েছে। তাদের কাছে আমরা একেবারেই তরুণ। আজ আমরা দারুন এক অভিজ্ঞতা লাভ করেছি। খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি।’

এদিকে স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচে নিকোলো জানিওলোর হ্যাটট্রিকে বোডো/গ্লিম্ট এর বিপক্ষে অসাধারণ এক জয় পায় রোমা। ফলে দুই লেগে ৫-২ ব্যবধানে শেষ চারে স্থান লাভ করে হোসে মরিনহোর শিষ্যরা। এটি ছিল ইতালীয় রাজধানীর ক্লাবটির একটি প্রতিশোধ। কারণ গ্রুপ পর্বে বোডোর কাছে ৬-১ গোলে বিব্রতকর এক পরাজয়ের স্বাদ পেয়েছিল ইতালীর রোমা।

মরিনহো বলেন,‘ এখন আমরা ইতালীয় পতাকাকে সমুন্নত করেছি। কারণ আমরাই এখন একমাত্র ইতালীয় ক্লাব, যারা ইউরোপীয় কাপ জয়ের লড়াইয়ে টিকে আছি। আমরা তাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী। বোডোর বিপক্ষে জয় না পাওয়াটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।’

এদিকে মার্শেইও শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকালল গ্রীসের পিএওকে’র বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে তারা। ম্যাচে জয়সুচক একমাত্র গোলটি করেছেন দিমিত্রি পায়েট। ফলে দুই লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে মার্শেই।

শেষ চারের হোম লেগের ম্যাচটি হয়তো রুদ্ধাদ্বারে খেলতে হবে মার্শেইকে। কারণ গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচের সহিংসতা নিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

সেমিতে লিগ ওয়ানের ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফেইনুর্ডকে। চেক রাজধানীতে অনুষ্ঠিত ম্যাচে ডাচ ক্লাবটি ৩-১ গোলে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয়লাভ করেছে। ম্যাচে জোড়া গোল করেছেন সিরিয়েল ডেজের্স। দুই দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ৩-৩ গোলে। ফলে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেইনুর্ড। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান