শেষ হলো দুই বাংলার ‘সুলতান’ ছবির শুটিং

‘সুলতান’ ছবির আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনায় কাজ এগিয়ে নিচ্ছে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মস, ও জাজ মাল্টিমিডিয়া। ‘সুলতান’ দিয়ে প্রথমবারের জিতের বিপরীতে কাজ করছেন মিম।

এদিকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতির আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘সুলতান’ ছবির একটি গান। ‘মাশা আল্লাহ’ শিরোনামের সেই গানে জিৎ-মিমের রোমান্স বেশ প্রশংসিত হয়েছে দুই বাংলার দর্শকদের কাছে।

রাজা চন্দ অভিনীত ছবিটির শুটিং শুরু হয়েছিলো চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি। আর শেষ হলো আজ রোববার। কলকাতায় শনিবার দিবাগত ভোর পর্যন্ত একটানা চলেছে এর শুটিং। সেখানে অভিনেতা জিতের সঙ্গে আরও ছিলেন প্রিয়াংকা সরকার।

এ সিনেমায় অভিনয় করছেন ওপার বাংলার সুপারস্টার নায়ক জিৎ। সাথে বাংলাদেশের সুপার গার্ল বিদ্যা সিনহা মিম। আরও আছেন এপারের অভিনেতা আমান, শহিদুল আলমন সাচ্চু, ওপারের প্রিয়াংকা সরকার, শুভাশিষসহ দুই বাংলার এক ঝাঁক তারকা। সবাই মিলে কাজ করেছেন যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান- দ্য সেভিয়র’ চলচ্চিত্রে।

নায়ক জিৎ শনিবার দিবাগত রাত শেষে ভোর ৩টার দিকে ফেসবুক লাইভে এসে ছবিটির শুটিং শেষ হওয়ার কথা নিজেই জানালেন। তিনি বলেন, ‘প্রায় ৪৭-৪৮ দিন শুটিং করেছি ‘সুলতান’র। সবাই একটা পরিবারের মতো ছিলাম এখানে। কলকাতার পাশাপাশি বাংলাদেশেরও অনেক জনপ্রিয় শিল্পীরা এখানে কাজ করেছেন। অবশেষে ছবিটির শুটিং শেষ হলো। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

প্রিয়াংকা ফেসবুক লাইভে এসে বলেন, ‘চমৎকার অভিজ্ঞতা ছিলো এই ছবিতে কাজ করা। দিশা চরিত্রে দেখা যাবে আমাকে। চরিত্রটি মিস করবো, কারণ শুটিং শেষ হয়ে গেছে।’