বেফাঁস মন্তব্য করে এবার বেকায়দায় পড়েছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতার।
উমর আকমলকে নিষিদ্ধ করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগকে অযোগ্য ও অকার্যকর বলায়, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পিসিবি।
এক বিবৃতিততে সংস্থাটি জানায় শোয়েবের আপত্তিকর শব্দচয়নে হতাশ পিসিবি। মূলত পিসিবির আইন বিভাগের উপদেষ্টা তাফজল রিজভির যোগ্যতা নিয়ে। শেষ পর্যন্ত সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রিজভি।
মূলত, নিজের ইউটিউব চ্যানেলে প্রায়ই বিতর্কিত মন্তব্য করে আলোচিত শোয়েব আখতার।