চলতি বছরের এপ্রিল মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার কেনা হয়েছে ৫০৩ কোটি টাকার। আর বিক্রি করেছে ৫২৮ কোটি টাকার শেয়ার। সেই হিসাবে পোর্টফোলিওতে প্রকৃত বিনিয়োগ কমেছে ২৫ কোটি টাকা।
গত মার্চ মাসে বিদেশি পোর্টফোলিওতে শেয়ার কেনা হয়েছে ৪৫৫ কোটি ৯৬ নাখ টাকার আর বিক্রি করা হয়েছে ২৯৯ কোটি ২৬ লাখ টাকা। প্রকৃত বিনিয়োগ বেড়েছিল ১৫৬ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে, আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১ কোটি টাকার শেয়ার। যা গত মার্চ মাসে ছিল ৭৫৫ কোটি ২৩ লাখ টাকা। সে হিসেবে চলতি মাসে লোনদেন বেড়েছে ৩৬.৫১ শতাংশ।
৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বিদেশিদের প্রকৃত বিনিয়োগ ছিল এক হাজার ৭০৪ কোটি ৯৪ লাখ টাকা। ২০১৬ শেষে প্রকৃত বিনিয়োগ ছিল এক হাজার ৩৪০ কোটি ৭০ লাখ টাকা।
এস/