২০১৭-২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং। গত ৩০ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করার পর তারা এই লভ্যাংশ পাঠিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৬ সেপ্টেম্বর কোম্পানির পর্ষদ সভায় শেয়ারহোল্ডাদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর পুরোটাই নগদ। এই লভ্যাংশ গত ৩০ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। তাদের অনুমোদনের পর কোম্পানিটি (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমস), কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ১৫ নভেম্বর লভ্যাংশ পাঠানো হয়েছে।