ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে লড়াইয়ের জন্য এখন পর্যন্ত ৪ জন মনোয়নপত্র নিয়েছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। মনোনয়ন নেয়া ব্যক্তিরা হলেন- কান্ট্রি স্টক বাংলাদেশ হাউজের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ, ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, র্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।
নির্বাচনে বিজয়ী ২ জন বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের স্থলাভিষিক্ত হবেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ওই দিন বিকাল ৫ টায় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৪ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২১ মার্চ পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য ইতোমধ্যে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সুত্র: অর্থসূচক