শেয়ার কিনবেন আরডি ফুডের দুই পরিচালক

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রডাক্ট লিমিটেডের পরিচালক রুমানা কবির ও ফাহিম কবির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই পরিচালকদ্বয় যথাক্রমে  ৫ লাখও ৩ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তারা।

কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৩ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/