পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ নূর আলী এবং সেলিনা আলী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মোহাম্মদ নূর আলী কোম্পানির ২ লাখ ৪০ হাজার এবং সেলিনা আলী ৭ লাখ ৬০ হাজার শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এই শেয়ার কিনবেন তারা।‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৭ দশমিক ২৫ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।
সূত্র:অর্থসূচক