শেয়ার কিনবেন ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট পরিচালক এক্সেল ডাইয়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক এক্সেল ডাইয়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড ৩ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৮১৪টি শেয়ার ক্রয় করবেন। এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৪ দশমিক ২৭ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ১৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের দশমিক ৪২ দশমিক ১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।

আজকের বাজার:এলকে/ ২২ মে ২০১৭