পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ফেরদাউস কাউসার মাসুদ ও লায়লা আলি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা পরিচালকদ্বয় যথাক্রমে ৫ লাখ ৫৫ হাজার ২০১টি ও ৫ লাখ ৫৫ হাজার ২০২টি কাছে ১ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তিনি।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৪ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/