শেয়ার কেনা সম্পন্ন করলেন ২ কোম্পানির পরিচালক

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালক ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালক সৈয়দ আলী জওহর রিজভি পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ লাখ ৩০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনেছেন বলে জানান তিনি। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১‌০ দশমিক ৪১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ০৪ শতাংশ শেয়ার রয়েছে।

অন্যদিকে,  ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের মনোনীত পরিচালক কাজী হারুন-অর-রশিদ পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ হাজার ৭৫০টি শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনেছেন বলে জানান তিনি। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।উল্লেখ্য, হারুন-অর-রশিদ ইবনে সিনা ট্রাস্ট্রের মনোনীত পরিচালক।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭