শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্সের ২ পরিচালক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পিপলস ইন্স্যুরেন্সের পরিচালক মোহাম্মদ আলী হাসান ১ লাখ ৮৮ হাজার ৮২৬টি ও মোহাম্মদ আনোয়ারুল হক ১ লাখ ৮৮ হাজার ৮২৫টি শেয়ার ক্রয় করেছেন।
এই দুই পরিচালক বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এর আগে ১৭ সেপ্টেম্বর তারা শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।