আজ ৪ মার্চ বুধবার, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। ১ হাজার ২৮০ বারে ৫ লাখ ৬২ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি। যার বাজার মূল্য ৪ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ১৮০ বারে ১৪ লাখ ৬০ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৭ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। ২ হাজার ৩০৭ বারে ৪ লাখ ৯৫ হাজার ২৫৬ টি শেয়ার লেনদেন করে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। যার বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের ৮ দশমিক ৮২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮ দশমিক ৮৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৫৪ শতাংশ, গ্লাস্কোস্মিথ ক্লাইনের ৪ দশমিক ৬২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৪ শতাংশ, স্টাইলক্রাফটের ৪ দশমিক ১৩ শতাংশ ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আজকের বাজার/এ