বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে চলমান বাজার পরিস্থিতি নিয়ে ১৬ মে বৈঠক করেন পুঁজিবাজার স্টেকহোল্ডাররা।
কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসই, সিএসই, ডিবিএ, বিএমবিএ’র বিভিন্ন প্রতিনিধিরা।
বৈঠক সূত্রে জানা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপে আরো কঠোর পদক্ষেপ নেবে নিয়ন্ত্রক সংস্থা।
যে সমস্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এছাড়া এই বৈঠকে আইপিও আইন অর্থাৎ পাবলিক ইস্যু রুলস, ২০১৫ সংশোধন করে তা জনমত জরিপের জন্য শিগগিরই প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।