পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের সমস্ত ফিক্সড অ্যাসেট পুনর্মূল্যায়ন করা শেষ হয়েছে। গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এর অনুমোদন দিয়েছে। সম্পদ পুনর্মূল্যায়নে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৬৩ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,কোম্পানিটি বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুযায়ী প্রোপার্টি প্লান্ট এবং ইক্যুইপমেন্টের পুনর্মূল্যায়ন করে। সম্পদ পুুনর্মূল্যায়ন করেছে চার্টাট ফার্ম আতা খান অ্যান্ড কোম্পানি। রিভেলুটেড এমাউন্ট হয়েছে ১৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৮২৬ টাকা। আর বর্তমানে কোম্পানিটর বুকবেলু হলো ৮৪ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৯৯ টাকা। পুনর্মূল্যায়নের ফলে সম্পদ বেড়েছে ৮৭ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭২৭ টাকা। আর বর্তমানে কোম্পানিটির শেয়ারের সংখ্যা ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার। এ হিসেবে শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৬৩ পয়সা। ডিএসই সূত্র মতে, ২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ৩৭.৮২ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৩০.৪০ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর ৩১.৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।