পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩ উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিন পরিচালক মোট ৬ লাখ ৫৫ হাজার ৭৩১টি শেয়ার বিক্রি করবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মনজুর মোর্শেদ চৌধুরীর কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ৩৫ লাখ ৬৪ হাজার ৫৭৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৩১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক শাখাওয়াত হোসেন কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ৪৪ লাখ ৩৩ হাজার ১০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৬৯ হাজার ৬০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
একই কোম্পানির আর একজন উদ্যোক্তা পরিচালক সাইফুল ইসলামের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৭০৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৬০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
তাঁরা বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮