শেয়ার বিক্রির ঘোষণা দিলেন রহিম টেক্সটাইলের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালক মিস সায়মা মতিনের কাছে থাকা এ প্রতিষ্ঠানের ১৩ লাখ ৬৪ হাজার ১১৮টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এ পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮