শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের কর্পোরেট পরিচালক ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের কর্পোরেট পরিচালক আলিফ টেক্সটাইল লিমিটেড তার কাছে থাকা ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৯১৩টি শেয়ারের মধ্যে ২৩ লাখ ৩৮ হাজার ৭৬১টি শেয়ার বিক্রি করবেন। কর্পোরেট পরিচালক শেয়ারগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।