শেয়ার বিক্রি করবেন আল-অরাফাহ ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-অরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ড. বাহাউদ্দিন মোহাম্মদ ইউসূফ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ২ লাখ শেয়ার বেচবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ড. বাহাউদ্দিন মোহাম্মদ ইউসূফের কাছে কোম্পানির মোট ২০ লাখ ৮৪২টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২ লাখ শেয়ার বেচবেন তিনি।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।

আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭