পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশানাল ক্রেডিট অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মিনহাজ কামাল খান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বেচবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মিনহাজ কামাল খানের কাছে কোম্পানির মোট ৪ লাখ ৯৭ হাজার ৩০৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৫০ হাজার শেয়ার বেচবেন তিনি।
উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ মে ২০১৭