পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক মো. আজিজুল ইসলামের কাছে থাকা ১ লাখ ১৯ হাজারটি শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে এ শেয়ার বিক্রয় করেছেন পরিচালক। এর আগে তিনি ৩০ জানুয়ারি শেয়ার বিক্রির ঘোষণা দেন।
এছাড়া পরিচালক মো. আজিমুল ইসলামের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ২ কোটি শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। এর আগে তিনি ৩০ জানুয়ারি শেয়ার বিক্রির ঘোষণা দেন।