শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মো. আবদুল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. আবদুল্লাহ পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মো. আবদুল্লাহ ৬৮ হাজার ৬৪২টি শেয়ার বেচা সম্পন্ন করেছেন।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইসলামী ব্যাংক। বর্তমানে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭১.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫.৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৬.৮৯ শতাংশ শেয়ার আছে।

আজকের বাজার: এমএম/ ২২ আগস্ট ২০১৭