পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের এক পরিচালক ও ৩ উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তারা হলেন, পরিচালক আরিফুর রহমান খান, উদ্যোক্তা পরিচালক মো. শাখাওয়াত হোসাইন, আবু মো. ফজলে রশিদ ও সোহাইল হোসাইন।
সূত্র জানায়, পরিচালক আরিফুর রহমান খানের কাছে কোম্পানির মোট ৪২ লাখ ১৯ হাজার, ৭৯৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৯৫টি শেয়ার বিক্রি করবেন তিনি।
উদ্যোক্তা পরিচালক মো. শাখাওয়াত হোসাইনের কাছে কোম্পানির মোট ৪০ লাখ ৬৩ হাজার, ৫০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৩৮৮টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
২ লাখ ৫৫ হাজার ১৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা পরিচালক আবু মো. ফজলে রশিদ। তার কাছে কোম্পানির মোট ৩৭ লাখ ২২ হাজার, ৩৩৫টি শেয়ার রয়েছে।
উদ্যোক্তা পরিচালক সোহাইল হোসাইনের কাছে কোম্পানির মোট ৪৯ লাখ ৫৩ হাজার, ৭৩৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ৩৭৭টি শেয়ার বিক্রি করবেন তিনি।
তারা আগামী ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/