শেয়ার বেচবেন ব্যাংক এশিয়ার নোমিনেটেড ডিরেক্টর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের নোমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ ইরফান সায়েদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই পরিচালকের কাছে মোট ৯ লাখ ৮৬ হাজার ১১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ২৬৩টি শেয়ার বিক্রি করবেন তিনি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন তিনি।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

রাসেল/