শেয়ার বেচবেন শাহজীবাজারের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ফরিদুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফরিদুল আলমের কাছে কোম্পানির মোট ৫৩ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ৫ লাখ শেয়ার বিক্রি করবেন।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

প্রসঙ্গত, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ওই কোম্পানির শেয়ার।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৭১ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।