পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই কর্পোরেট উদ্যোক্তার কাছে মোট ৯ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৬৩১টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৮৫ লাখ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে এই উদ্যোক্তা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/