পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ২ উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এসএম আবু মহসিন তার কাছে থাকা কোম্পানির মোট ৯ লাখ ৭৭ হাজার ৩৭২টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ছেলে সাঈদ আদিব আশফাক উদ্দিনকে উপহার দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।
উদ্যোক্তা পরিচালক ইয়াসিন আলী তার কাছে থাকা কোম্পানির মোট ৯ লাখ ১০ হাজার ৯৩০টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে মেয়ে সায়রা ইয়াসিনকে উপহার দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।