পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ নূর আলী শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার নিজ কন্যা নাবিলা আলীকে ৫৭ লাখ ৯০ হাজার ৯৭৩টি শেয়ার হস্তান্তর করবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৬৮ লাখ ৭১৮ টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি নাবিলা আলীকে ৫৭ লাখ ৯০ হাজার ৯৭৩টি শেয়ার হস্তান্তর করবেন।
উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির মোট শেয়ারের ৪৭.৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭.৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২.৭৩ শতাংশ শেয়ার।