পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাসুমা খাতুন লিপা শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার নিজ ভাই শাহ মুহাম্মদ জুবায়েরের কাছে ২৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক মাসুমা খাতুন লিপা কাছে কোম্পানির মোট ১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৪৭২টি শেয়ার রয়েছে। এর মধ্যে শাহ মুহাম্মদ জুবায়েরের কাছে ২৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন তিনি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ শেয়ার হস্তান্তর করতে পারবেন মাসুমা খাতুন লিপা।
প্রসঙ্গত, বর্তমানে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।