পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার কন্যা নাজিফা রাইসা আহমেদের কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ১৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে কন্যা নাজিফা রাইসা আহমেদের কাছে ৬০ লাখ শেয়ার হস্তান্তর করবেন তিনি। আগামী ৩০ দিনের মধ্যে এ শেয়ার হস্তান্তর করতে পারবেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানিটির ৪৬ দশমিক ৪৩ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/