শেয়ার হস্তান্তর করবেন সিমটেক্সের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক সিদ্দিকুর রহমান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজিমুল ইসলামের কাছে প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৪৯টি শেয়ার আছে। এখান থেকে তার ছেলে নেয়াজ রহমান শাকিব এর কাছে ২২ লাখ ৭৫ হাজার শেয়ার হস্তান্তর করবেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উক্ত শেয়ার হস্তান্তর করবেন।

 

আজকের বাজার /মিথিলা