সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখন ২দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন এটি। সোমবার ৮ জানুয়ারি দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। আরও দুই একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ । ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,সোমবার ৮ জানুয়ারি সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।
গতকাল রোববার ৭ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজকের বাজার:এসএস/৮জানুয়ারি ২০১৮