শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন

শৈত্য প্রবাহে সারাদেশ কাঁপছে।বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে পড়েছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শনিবার ৬জানুয়ারি  রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে একটি মাঝারি অথবা তীব্র ও ২ থেকে ৩ টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক শূন্য। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি এবং বন্দরনগরী চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনার উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন। এর ফলে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ।

আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা আরো বাড়বে যা আগামী ৩-৪ দিন অব্যাহত থাকবে।

আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮