আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে সোমবার সকালে এক নারী নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
নিহত সুফিয়া খাতুন (৫৫) ওই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য বিস্তার ও কাতলাগাড়ি বাজার দখলকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বাজার সংলগ্ন কৃষ্ণনগর, কৃত্তিনগর-ভুলুন্দিয়া, ব্রহ্মপুর, পুরাতন বাখরবাসহ বিভিন্ন গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া এক তরফা বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কাতলাগাড়ি গরু বাজার দখল ও আধিপত্য বিস্তার করার জন্য সোমবার সকাল ৭টার দিকে টিপু গ্রুপের সমর্থক জালাল উদ্দিনের বাড়ি-ঘরে প্রতিপক্ষ মামুন গ্রুপের লোকজন হামলা চালায়। অতর্কিত হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে জালাল উদ্দিনের ছেলে সাগর, বিল্লাল, আকবর আলির ছেলে জাহিদুলসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় ভাটবাড়িয়া গ্রামের উভয় পক্ষে বেশকিছু বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করা হয়।
ওসি জানান, ভাটবাড়িয়া গ্রামসহ কাতলাগাড়ি বাজার এলাকায় প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।