ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) সকালে উপজেলার দুলালপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকালে দুলালপুর গ্রামের মাঠে ক্যানেলের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।
এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহর মাথার দুই দিক থেকে দুইটি বিষের বোতল ও পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।
আজকের বাজার/একেএ