ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা (৭২) মারা গেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
প্রবীণ এই নেতা ১৯৯৩ সাল থেকে টানা ১৭ বছর শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
এছাড়া পরপর দুবার তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
এর আগে তিনি শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের দুবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, শিকদার মোশাররফ হোসেনের মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।