কোভিড-১৯ মহামারি ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২ হাজার ৫৫০ জন দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে এই খাদ্য সহায়তা অনুষ্ঠান বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, মহামারি করোনাভাইরাস ও শোকের মাস উপলক্ষে আমরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০০ পরিবার এবং পৌর সভার ২৭টি ওয়ার্ডে প্রত্যেকটিতে ৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দুই কেজি চাউল বিতরণ করেছি।
জেলা আওয়ামী লীগের এই কর্মসূচি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেয়া হয়েছে বলে তিনি জানান। অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি এ.কে আজাদ।
এসময় অন্যানের মধ্যে আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ, ঝর্ণা হাসান, মহিলা লীগের আইভি মাসুদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান