জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর দেড়টায় সংস্থাটির নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন সভায় সভাপত্বি করেন।
এসময় কমিশনার স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামান, কমিশনের নির্বাহী পরিচালকদয়সহ কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জাতির জনকের বিয়োগান্তক ঘটনা আমাদের জন্য খুব শোকাবহ ছিল। তার চলে যাওয়ার আগে মাত্র ৪ বছরের কম সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেলেন তিনি; তা ছিল তার নেতৃত্বের এক বিষ্ময়কর গুণ।
গত ২ দশক ধরে দেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তাতে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সালের আগেই অর্জন করতে পারবো। জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সফল হবোই।
সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন পরিচালক শেখ মাহবুব উর রহমান। অনুষ্ঠান শেষে ১৫ই আগস্টের শহীদদের স্মৃতির স্মারক হিসেবে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি।